অলিম্পিক রেকর্ড গড়ে সোনা চেপটেগাইয়ের

অলিম্পিক রেকর্ড গড়ে সোনা চেপটেগাইয়ের

ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন; এবার হলেন অলিম্পিক চ্যাম্পিয়ন। ছিলেন বিশ্বরেকর্ডের মালিক; এবার গড়লেন অলিম্পিক রেকর্ড। ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতে নিয়েছেন উগান্ডার জশুয়া চেপটেগাই।

টোকিও অলিম্পিকে ছেলেদের হাজার মিটারে সোনা জিতলেও ১০ হাজার মিটারে রূপা পেয়েছিলেন চেপটেগাই। শুক্রবার রাতে প্যারিসে অলিম্পিক রেকর্ড গড়তে তিনি সময় নিয়েছেন ২৬ মিনিট ৪৩ দশমিক ১৪ সেকেন্ড।

আগের অলিম্পিক রেকর্ড ছিল ২৭ মিনিট দশমিক ১৭ সেকেন্ড। এবারের ইভেন্টে ১৩ জন প্রতিযোগী আগের ওই রেকর্ডের চেয়ে কম সময় নিয়ে দৌড় শেষ করেছেন!

ইথিওপিয়ার বেরিহু আরেগায়ুই রৌপ্য যুক্তরাষ্ট্রের গ্র্যান্ট ফিশার ব্রোঞ্জ পেয়েছেন।

ছেলেদের হাজার মিটার দৌড়েরও বিশ্বরেকর্ডের মালিক চেপটেগাই।

মন্তব্য করুন: