এবার অলিম্পিকসের ফাইনালে জোকোভিচ-আলকারাস

এবার অলিম্পিকসের ফাইনালে জোকোভিচ-আলকারাস

যৌথভাবে সবচেয়ে বেশি ২৪ গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছেন তিনি। তবে এখন পর্যন্ত অলিম্পিকসের সোনাটা অধরাই রয়ে গেছে নোভাক জোকোভিচের। প্যারিস অলিম্পিকসের আসরে এবারই প্রথমবারের মতো উঠেছেন টেনিস এককের ফাইনালে। সোনার লড়াইয়ে সার্বিয়ান এই তারকার প্রতিপক্ষ স্পেনের কার্লোস আলকারাস।

সাম্প্রতিক সময়ে টেনিসে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে এই দুই তারকার। এককভাবে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়তে আলকারাসের বাধা পেরুতে পারেননি জোকোভিচ। হেরেছেন সবশেষ উইম্বলডনের দুই আসরের ফাইনালেও। আর এবার এই কিংবদন্তি তারকার অলিম্পিকসের অধরা সোনা জয়ের পথেও বাধা আলকারাস।

শুক্রবার সেমি-ফাইনালে ইতালির লরেনসো মুসেত্তিকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পান জোকোভিচ। এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে ব্রোঞ্জপদক জিতেছিলেন তিনি।

অপর সেমি-ফাইনালে প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে প্রথম অলিম্পিকসের ফাইনালে ওঠেন আলকারাস। ফ্রান্সের ফেলিক্স অয়েঁরআলিয়াসিমেকে হারান ৬-১, ৬-১ গেমে।

রোলাঁ গাঁরোয়া রোববার বাংলাদেশ সময় বিকাল ৪টায় সোনার লড়াইয়ে কোর্টে নামবে ৩৭ বছর বয়সী জোকোভিচ ও ২১ বছর বয়সী আলকারাস।

মন্তব্য করুন: