অলিম্পিকের এই রেকর্ডটি বাংলাদেশেরই রইল

অলিম্পিকের এই রেকর্ডটি বাংলাদেশেরই রইল

পাঁচজন অ্যাথলেট নিয়ে প্যারিস অলিম্পিক গেমসের এবার আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে আগের ১০ আসরের মতো এবারও ব্যর্থ অ্যাথলেটরা। খালি হাতেই দেশে ফিরেছেন তারা। এরই সঙ্গে অলিম্পিকে নিজেদের আগের রেকর্ড অক্ষুন্নই রাখল বাংলাদেশ। তবে সেটি ভালো কোনো রেকর্ড নয়, বরং বিব্রতকর।

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। আর বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই এখন পর্যন্ত অলিম্পিকে কোনো পদক জিততে পারেনি।

১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। এরপরের প্রতিটি আসরেই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে দেশের অ্যাথলেটরা। অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি, শুটিং, জিমন্যাস্টিকস ছাড়াও গলফেও বিশ্বের সবচেয়ে বড় ক্রিড়া আসরে অংশ নিয়েছে বাংলাদেশ।

চলতি আসরেও বাংলাদেশের পাঁচজন অ্যাথলেট অংশ নিয়েছে চারটি ভিন্ন খেলায়। এর মধ্যে আর্চারিতে মোহাম্মদ সাগর ইসলাম, শুটিংয়ে মোহাম্মদ রবিউল ইসলাম, অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান এবং সুইমিংয়ে সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আকতার।

অলিম্পিকে বাংলাদেশের যাত্রা শুরু হয় মাত্র একজন অ্যাথলেট নিয়ে। ১৯৮৪ সালের সেই আসরে অ্যাথলেটিক্সে অংশ নেন সাইদুর রহমান ডন। এরপর ১৯৮৮ সালের সিউল ও ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসে অংশ নেয় ৬ জন করে অ্যাথলেট।

১৯৯৬ সালের আটলান্টা আসরে ৪ জন, ২০০০ সালের সিডনি আসরে ৫ জন, ২০০৪ সালের এথেন্স আসরে ৪ জন, ২০০৮ সালের বেইজিং ও ২০১২ সালের লন্ডন আসরে ৫ জন করে অ্যাথলেট অংশ নেন। সবচেয়ে বেশি ৭ অ্যাথলেট অংশ নেন ২০১৬ সালের রিও অলিম্পিকসে। আর সবশেষ টোকিও অলিম্পিকসে ছিলেন দেশের ৬ অ্যাথলেট।

বাংলাদেশ ছাড়াও এখন পর্যন্ত অলিম্পিকে অংশ নেওয়া ৬০টির বেশি দেশ কোনো পদক জিততে পারেনি। তবে জনসংখ্যার দিক দিয়ে সে দেশগুলো বেশ ছোটই বলা চলে।

মন্তব্য করুন: