মেয়েদের ১০০ মিটারে আলফ্রেডের ইতিহাস
৪ আগস্ট ২০২৪
ইতিহাস গড়ে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন জুলিয়েন আলফ্রেড। এটাই অলিম্পিক গেমসে তার দেশ সেইন্ট লুসিয়ার প্রথম কোনো পদক।
শনিবার রাতে বৃষ্টির মধ্যে হওয়া ফাইনালে যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসনকে আলফ্রেড পেছনে ফেলেন ১০ দশমিক ৭২ সেকেন্ডে দৌড় শেষ করে। ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক স্প্রিন্টার মেলিসা জেফারসন।
এই ইভেন্টে বেইজিং ও লন্ডনে সোনা, রিওতে ব্রোঞ্জ এবং টোকিও অলিম্পিক গেমসে রুপা জেতা জ্যামাইকার শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস হঠাৎই সেমি-ফাইনাল থেকেই সরে দাঁড়ানোয় ফেবারিট ধরা হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়ন রিচার্ডসনকে। কিন্তু সবাইকে চমকে দেন আলফ্রেড।
৪*৪০০ মিটার মিশ্র রিলেতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সোনা জিতেছে নেদারল্যান্ডস। শেষ স্প্রিন্টার হিসেবে নেমে এতে সবচেয়ে বড় অবদান ফেমকে বোলের। গ্রেট ব্রিটেন জিতেছে ব্রোঞ্জ।
এই ইভেন্টের হিটে বিশ্ব রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। একটুর জন্য সেটি ভাঙতে পারেনি ডাচরা।
ছেলেদের শট পুটে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের রায়ান ক্লাউজার।
ডমেনিকার থিয়া লাফন্ড ১৫ দশমিক ০২ মিটার অতিক্রম করে জিতেছেন মেয়েদের ট্রিপল জাম্পের সোনা।
মন্তব্য করুন: