ম্যাকিনটোশের তৃতীয় সোনা

ম্যাকিনটোশের তৃতীয় সোনা

মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে প্যারিস আসরে নিজের তৃতীয় সোনা জিতে নিয়েছেন কানাডার সামার ম্যাকিনটোশ।

২ মিনিট ৬ দশমিক ৫৬ সেকেন্ডে সাঁতার শেষ করে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েন ম্যাকিনটোশ। ১৭ বছর বয়সী এই তারকা পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের কেইট ডগলাসকে। অস্ট্রেলিয়ার ক্যাইলি ম্যাকিওন পেয়েছেন ব্রোঞ্জ।

এটি প্যারিস অলিম্পিক গেমসে ম্যাকিনটোশের তৃতীয় সোনা। এর আগে ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে প্রথম হয়েছিলেন। এছাড়া ৪০০ মিটার ফ্রিস্টাইলে পান রৌপ্য পদক।

ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন হাঙ্গেরির ক্রিস্তফ মিলাক। টোকিওতে গত অলিম্পিকে এই ইভেন্টে রৌপ্য পেয়েছিলেন তিনি।

দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন কানাডার দুই অ্যাথলেট যথাক্রমে জশ লিয়েন্ডো ও ইলিয়া কারুন।

এই আসরে এর আগে ২০০ মিটার বাটারফ্লাইয়ে লিওঁ মারশঁর পেছনে থেকে রৌপ্য পদক জিতেছিলেন মিলাক।

রাতে পুলের শেষ ফাইনাল ৪*১০০ মিটার মিশ্র রিলেতে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র দল। তারা পেছনে ফেলে চীন ও অস্ট্রেলিয়াকে।

৩ মিনিট ৩৭ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে রায়ান মারফি, নিক ফিংক, গ্রেচেন ওয়ালশ ও টরি হাস্ককে নিয়ে গড়া যুক্তরাষ্ট্র দল।

মন্তব্য করুন: