অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে সোনা জেতালেন নাদিম
৯ আগস্ট ২০২৪
অপেক্ষাটা চার দশকের। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হকিতে সবশেষ সোনা জিতেছিল পাকিস্তান। এরপর নয়টি আসর গেলেও আর কোনো স্বর্ণপদকের দেখা পায়নি দেশটির। তবে অলিম্পিক রেকর্ড গড়ে তাদের সেই অপেক্ষার প্রহরের ইতি টেনেছেন আরশাদ নাদিম। বর্শা নিক্ষেপে সোনা জিতেছেন এই অ্যাথলেট।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নাদিম। অলিম্পিক রেকর্ড ৯২ দশমিক ৯৭ মিটার দূরে বর্শা নিক্ষেপ করে ইতিহাস গড়েন তিনি। ভেঙে দেন ২০০৮ বেইজিং অলিম্পিকে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের গড়া ৯০ দশমিক ৫৭ মিটারের রেকর্ড।
এই ইভেন্টে আগের আসরে সোনাজয়ী ভারতের নিরাজ চোপড়া ৮৯ দশমিক ৪৫ মিটার দূরে বর্শা ছুঁড়ে জেতেন রুপা। ব্রোঞ্জ জেতেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।
নাদিমের ইতিহাস গড়ার আগে পাকিস্তানের জেতা বাকি তিনটি সোনা এসেছিল হকি থেকে। অ্যাথলেটদের মধ্য থেকে ব্রোঞ্জ জেতে দুইজন। আর নাদিমের আগে দেশটির সবশেষ পদক আসে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকসে। হকিতে ব্রোঞ্জ জেতে তারা।
মন্তব্য করুন: