লাইলসকে পেছনে ফেলে ২০০ মিটারের সোনা টেবোগোর
৯ আগস্ট ২০২৪
যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিক গেমসে ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন লেটসিলে টেবোগো। বতসোয়ানাকে প্রথম স্বর্ণপদক জেতাতে এই অ্যাথলেট সময় নেন ১৯ দশমিক ৪৬ সেকেন্ড।
বৃহস্পতিবার রাতে স্তাদে দে ফ্রান্সে ১৯ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেক। নিজের সেরা টাইমিং করে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা লাইলস জেতেন ব্রোঞ্জ পদক। তিনি সময় নেন ১৯ দশমিক ৭০ সেকেন্ড।
তবে এর পেছনেও আছে যথেষ্ট কারণ। করোনা পজিটিভ হওয়ায় দৌড় শুরু আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন লাইলস। এমনকি দৌড় শেষে অসুস্থ বোধ করায় তাকে হুইলচেয়ারে করে ট্র্যাকের বাইরে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৪*১০০ ও ৪*৪০০ মিটার রিলেতে ইভেন্টে অংশ নেবেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে জানান যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট।
এর আগে ১০০ মিটারের ইভেন্টে ৯ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন লাইলস। মর্যাদার এই ইভেন্টে আট প্রতিযোগীর মধ্যে ৬ নম্বরে থেকে দৌড় শেষ করেছিলেন টেবোগো।
মন্তব্য করুন: