বাবা হলেন শরিফুল
১৫ অক্টোবর ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ সুসংবাদ পেয়েছেন শরিফুল ইসলাম। ছেলে সন্তানের বাবা হয়েছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই পেসার।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি জানান শরিফুল নিজেই। তার স্ত্রী ফারহিন শেখ চাঁদনী ও সন্তান সুস্থ আছেন।
“আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আজকে সকাল ৮:৩৫ মিনিটে আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।”
গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোটে পড়ার পর থেকে দলের বাইরে ছিলেন শরিফুল। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই পেসার। এরপর সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরলেও কেবল প্রথম ম্যাচে মাঠে নামেন তিনি।
আগামী সোমবার মিরপুরে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সবকিছু ঠিক থাকলে এই সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরবেন ১১ টেস্টে ২৫ উইকেট শিকার করা এই পেসার।
মন্তব্য করুন: