অস্ট্রেলিয়ান ওপেনে র্যাকেট ভাঙায় মেদভেদেভকে বড় অঙ্কের জরিমানা
১৯ জানুয়ারি ২০২৫
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সময়টা একদমই ভালো যায়নি দানিল মেদভেদেভের। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই এই তারকা। আর এই দুই রাউন্ডের ম্যাচে অখেলোয়াড়সূলভ আচরণ করায় রাশিয়ান এই খেলোয়াড়কে মোট ৭৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪১৮ নম্বরে থাকা খেলোয়াড় কাসিদিত সামরেইয়ের বিপক্ষে জিততে ঘাম ছুটে যায় মেদভেদেভের। থাইল্যান্ডের এই খেলোয়াড়কে হারাতে গতবারের রানার্স-আপের লাগে পাঁচটি সেট। ম্যাচের এক পর্যায়ে নেটে থাকা ক্যামেরায় পাঁচবার র্যাকেট দিয়ে আঘাত করেন মেদভেদেভ। র্যাকেট ভেঙে যাওয়াসহ ক্ষতিগ্রস্ত হয় নেটে থাকা ক্যামেরা। এই ঘটনায় তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
এরপর দ্বিতীয় রাউন্ডে ১৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের লার্নার টিয়েনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হেরে আসর থেকে বিদায় নেন মেদভেদেভ। ম্যাচের একপর্যায়ে নিজের র্যাকেট সাইডলাইনের দিকে ছুঁড়ে মারেন। এই ঘটনায় তাকে একটি পয়েন্ট জরিমানা করা হয়। এরপর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যোগ দিতেও ব্যর্থ হন ২৮ বছর বয়সী এই তারকা। এই ঘটনায় তাকে জরিমানা করা হয়েছে ৬৬ হাজার ডলার।
২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ তার ক্যারিয়ারে ৪৫ মিলিয়ন ডলারের বেশি প্রাইজমানি পেয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের রানার্স-আপ হওয়া এই তারকা এর আগে ২০২৩ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন।
মন্তব্য করুন: