টুপিতে ইমরানকে সমর্থন জানানো ‘৮০৪’, আমের জামালকে জরিমানা

১৭ মার্চ ২০২৫

টুপিতে ইমরানকে সমর্থন জানানো ‘৮০৪’, আমের জামালকে জরিমানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতি সমর্থন জানায় এমন বার্তা প্রদর্শনের জন্য দেশটির অলরাউন্ডার আমের জামালকে প্রায় হাজার ডলার জরিমানা করেছে পিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে গত বছর ঘরের মাঠে টেস্ট সিরিজে অনুশীলন ক্যাম্পে জামালের হ্যাটের নিচের দিকে৮০৪ লেখা ছিল। এটি বর্তমানে কারাগারে থাকা ইমরানের বন্দি নম্বর। ২০২৩ সালের আগস্ট থেকে একাধিক দুর্নীতি মামলায় আটকে থাকা ইমরানের দীর্ঘ মেয়াদের কারাদণ্ড হতে পারে।

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান। ফলে তার সমর্থক এবং রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক--ইনসাফ (পিটিআই) এই ৮০৪ নম্বরটিকে আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে।

তবে ম্যাচ চলার সময় জামাল রাজনৈতিক বার্তা প্রদর্শন করে এমন কোনো কিছু না পরায় এটি আইসিসির নিয়মের সরাসরি লঙ্ঘন ছিল না। কিন্তু পিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। বর্তমানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের সঙ্গে তার দলের বিরোধ চলছে। পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগে পিসিবি থেকে প্রকাশিত পাকিস্তানের ঐতিহাসিক ক্রিকেট সাফল্যের ভিডিও থেকে ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের ফুটেজ মুছে ফেলা হয়েছিল। সমালোচনার মুখে পরে তা আবার সংযোজন করা হয়।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add