৮ বছর ধরে একই অন্তর্বাস পরে খেলছেন ব্রাজিল গোলরক্ষক
৪ এপ্রিল ২০২৫

আট বছর ধরে একই অন্তর্বাস পরে ম্যাচ খেলে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির এদেরসন। বিবিসির এক অনুষ্ঠানে এমন তথ্য নিজেই জানিয়েছেন ব্রাজিলের এই গোলরক্ষক।
২০১৭ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সিটিতে যোগ দেন এদেরসন। খুব সম্ভবত তখন থেকেই এই সংস্কার মেনে চলছেন তিনি।
বিবিসির ম্যাচ অব দ্য ডে অনুষ্ঠানে ৩১ বছর বয়সী এদেরসন বলেন, “আমার একটি মাত্র সংস্কারই আছে। একই অন্তর্বাস পরে সব ম্যাচ খেলি। আট বছর ধরে একই অন্তর্বাস।”
তার কথা শুনে অবাক হয়ে অনুষ্ঠানের সঞ্চালক এবং আয়ারল্যান্ড ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলরক্ষক শে গিভেন জানতে চান, সেটা ভালো অবস্থায় আছে কি না? জবাবে হাসিতে ফেটে পড়ে এদেরসন বলেন, “না।”
তবে ঠিক কি কারণে আট বছর ধরে একই অন্তর্বাস পরে খেলছেন, সে বিষয়ে এদেরসন কিছু জানাননি।
চলতি মৌসুমে এদেরসনের পারফরম্যান্স ভালো হচ্ছে না। ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩১ ম্যাচে তিনি গোল হজম করেছেন ৪৫টি।
মৌসুমের মাঝপথে খেই হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে দলটি।
মন্তব্য করুন: